১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে মসজিদের ইমামকে মারধর দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর পুকুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ইমাম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ফার্মেসির মালিক ও মসজিদের ইমাম নাজিম সরদার, তাঁর ছেলে তানভীর আহমেদ এবং পাশের দোকানদার আলী হোসেন আহত হন। ভাঙচুর করা হয় নাজিম সরদারের ফার্মেসিও। ইমাম নাজিম সরদার জানান, তিনি রামনগর পুকুর জামে মসজিদের ইমামতি করেন এবং পাশাপাশি একটি ফার্মেসি পরিচালনা করেন। রোববার বিকেলে মসজিদে থাকার সময় তাঁর ছেলে তানভীর দোকানে বসে ছিলেন। এ সময় পারুল বেগমের ছেলে রাজ ফার্মেসিতে এসে ঘুমের ওষুধ চান। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অস্বীকৃতি জানালে রাজ বাড়ি গিয়ে তাঁর মা পারুল, বাবা রাজা, ভাই মিঠু ও বোন তনুকে নিয়ে এসে হামলা চালান। প্রতিরোধ করতে গেলে নাজিম ও দোকানদার আলী হোসেন মারধরের শিকার হন। দোকানে ভাঙচুর করা হয় এবং অন্তত ১০ থেকে ১৫ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করেন নাজিম। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে পারুল বেগমের বাড়িতে হামলা চালান। এলাকাবাসীর অভিযোগ, পারুল বেগম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকার সুযোগে বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে মানুষকে হেনস্তা করেছেন। তবে পারুল বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার নাতির ছেলেকে নাজিমের ছেলে কোনো কারণ ছাড়াই চড় মেরেছে। পরে আমি জানতে চাইলে তারা উল্টো আমার ওপর চড়াও হয়।” তিনি দাবি করেন, তিনি আওয়ামী লীগের শুধু একজন কর্মী, কোনো নেতা নন। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়