নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মুড়লী বকচর এলাকায় একটি ওয়ার্কশপের লোহার মালামাল চুরি করে বিক্রি করার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলো পিরোজপুরের সুমন (২৫) ও মুড়লী খাঁপাড়ার আব্দুর রহিম (৪৫)। অপর আসামি মোঃ আশা (২৫) বর্তমানে পলাতক। ওয়ার্কশপের ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, ২০ নভেম্বর রাত দশটার দিকে ওয়ার্কশপ তালা মেরে চলে যাওয়ার পর পরের দিন মালামাল লোপাট দেখতে পান। অনুসন্ধানে জানা যায়, মালামাল ভাঙি ব্যবসায়ী রহিমের দোকানে বিক্রি করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম জানিয়েছেন, দুই আসামিকে আটক করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি আশা খাঁকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

