প্রতিদিনের ডেস্ক
দীর্ঘ ১২ বছর বিপিএলে আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। হাতুড়ির বারির নিচে কেনা হয়েছে ক্রিকেটারদের। সেই তালিকায় ছিলেন লিটন দাসও। জাতীয় দলের অনেকেই সরাসরি চুক্তিতে দলে যোগ দিলেও বাংলাদেশের অধিনায়ক সেই পথে হাঁটেননি।নিলামে ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিটনকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। তার চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয় ও নাঈম শেখ। হৃদয়ের ৯২ লাখ টাকার বিপরীতে একমাত্র ক্রিকেটার হিসেবে কোটিপতির ঘরে নাঈম। ১ কোটি ১০ লাখ টাকায় বাঁহাতি ওপেনারকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।আর হৃদয়কে নিয়েছে লিটনেরই দল রংপুর।নিলামের প্রত্যাশা অনুযায়ী টাকা পেয়েছেন কি না, তা আজ জানতে চাওয়া হয়েছিল লিটনের কাছে। তবে প্রশ্ন করার সময় একটু সমস্যা বাধে ৭০ নাকি ৭৫ লাখ টাকায় দল পেয়েছেন তিনি। এ নিয়ে কথা বলার সময় প্রশ্নকর্তাকে থামিয়ে লিটন জানতে চান, ‘৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ!’ পরে তাকে মূল ৭০ লাখ জানানো হলে অধিনায়ক এবার হাসি দিয়ে বলেন, ‘কোনো জায়গায় দেখলাম ৭০, কোনো জায়গায় ৭৫, আমি তো নিজেই কনফিউজড।আপনারা বাড়িয়ে দেন ৫ লাখ…।’
মজা শেষে দাম নিয়ে লিটন জানান, এটা তার নিয়ন্ত্রণে নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় শেষে সংবাদ সম্মেলনে উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘দেখুন, সেটা আমার নিয়ন্ত্রণে নেই (বিপিএলের নিলাম)। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি ঈশ্বরে বিশ্বাস করি।যদি কখনো তিনি চান যে আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তাঁর মনে হয়েছে যে ৭০ লাখ যথেষ্ট।’নিলাম দেখেননি বলেও জানিয়েছেন লিটন। আগামীতে সুযোগ পেলে দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘নিলাম ভালো। যদিও আমি দেখিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম, জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে জিমটা গুরুত্বপূর্ণ। অবশ্যই, পরবর্তীতে যদি আবার সুযোগ হয়, দেখব।’

