প্রতিদিনের ডেস্ক
কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইডি অফিসে হাজির হয়েছিলেন অভিনেত্রী। নেহার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর তরফে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।
শুধু নেহা শর্মাই প্রথম নন; এর আগেও বলিউড-টালিউডের একাধিক তারকাকে সমন পাঠানো হয়েছিল অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার সূত্রে। সমন পাঠানো হয়েছিল অনেক অভিনেতা-অভিনেত্রী, সাবেক খেলোয়াড় থেকে নেটপ্রভাবী—এমনকি অনেক খ্যাতনামা ও পরিচিত মুখকেও।
‘ওয়ানএক্স বেট’ নামক একটি অনলাইন বেটিং অ্যাপসহ আরও কয়েকটি অ্যাপের সঙ্গে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ওই অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন দেশের প্রথম সারির তারকারা। যার ফলে তৈরি হয়েছে বিতর্ক।ঠিক কোন কোন বেটিং অ্যাপের জন্য ইডির সমন পাচ্ছেন তারকারা? তার সব কটির নাম এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে এ পর্যন্ত দুটো অ্যাপের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। একটি রামি, অন্যটি ওয়ানএক্স বেট।
উল্লেখ্য, প্রথম অ্যাপটির জন্য বিপাকে পড়েছেন দক্ষিণ ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও কুশীলব। দ্বিতীয়টির জন্য ইডির ডাক পেয়েছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, সুরেশ রায়না থেকে টালিউডের দুই তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরা।

