১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এআই দিয়ে আহত হাতের ছবি বানিয়ে ছুটি নিলেন অফিস কর্মী

প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি এক কর্মী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অফিস থেকে ছুটি নেওয়ার একটি অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। গুগলের ন্যানো ব্যানা নামক এআই ইমেজ জেনারেটরের মাধ্যমে সেই কর্মী একটি অত্যন্ত বাস্তবসম্মত ছবি তৈরি করেন। তিনি প্রথমে নিজের হাতের ছবি তুলে ন্যানো ব্যানানাতে আপলোড করেন এবং সেখানেই আঘাতের চিহ্ন যোগ করার নির্দেশ দেন। কিছু সেকেন্ডের মধ্যে এআই এমন একটি ছবি তৈরি করে, যা দেখে মনে হবে সত্যিই হাতটি আহত হয়েছে। এই ছবি ব্যবহার করে কর্মী অফিসের মানবসম্পদ (এইচআর) বিভাগে তার আঘাতের বিষয়ে জানিয়ে ছুটি নেওয়ার আবেদন করেন, দাবি করেন যে তিনি বাইক থেকে পড়ে আঘাত পেয়েছেন এবং চিকিৎসকের কাছে যেতে হবে। ছবিটি দেখে সহানুভূতিশীল হয়ে ওই এইচআর কর্মকর্তা দ্রুত ছুটি অনুমোদন করেন, কোনো যাচাই-বাছাই ছাড়াই।সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী অবাক হয়েছেন, কেউ হাস্যরস করেছেন, আবার কেউ বলেছেন যে এমন পরিস্থিতি আসলে সংস্থার সংস্কৃতির ফলাফল, যেখানে কাজের চাপ এবং বিষাক্ত পরিবেশ কর্মীদের এই ধরনের পথ বেছে নিতে প্ররোচিত করে। এআই-এর এই নতুন প্রয়োগ আনন্দজনক হলেও, এটি অপরাধীদের জন্যও একটি সুযোগ তৈরি করছে, যা ভবিষ্যতে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়