প্রতিদিনের ডেস্ক
ভারতের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ করা হয়েছে। ভারতের বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছেন রোহিত শর্মা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন ভারতের তরুণ ব্যাটার তিলক ভার্মাও। গত এশিয়া কাপে সূর্যকুমারের দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তিলকের। এই অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়াও। রোহিত বলেন, ‘আমরা ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তার পরের বিশ্বকাপ জিততে আমাদের ১৫ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে। একটা দীর্ঘ যাত্রা ছিল আমাদের। যে পথে ছিল অনেক উত্থান-পতন। গত বার আবার ট্রফি জেতার অনুভূতি দুর্দান্ত ছিল।’ তিনি আরও বলেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। আশা করছি খুব উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হবে। দলের জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। আমি নিশ্চিত সকলেই দলের পাশে থাকবেন, সমর্থন করবেন। আমাদের ক্রিকেটারেরাও নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠেই হয় জার্সি উন্মোচন অনুষ্ঠান। রোহিত এবং তিলকের হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেয় ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর সংস্থা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন মুম্বইয়ের হয়ে। ফলে তিনি যোগ দিতে পারেননি।

