১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নারীর প্রতি সহিংসতা বন্ধে ফুলতলায় আলোচনা সভা

এস এম মমিনুর রহমান, ফুলতলা
গতকাল ৩ ডিসেম্বর ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়নের সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ডেভেলপমেন্ট অফ মহিলা সোসাইটি, দুঃস্থ নারী কল্যাণ সমিতি, মহিলা গণসেবার সংস্থা, সানরাইজ ফাউন্ডেশন, ঝংকার সংস্কৃতিক সংঘ, শিরোমনি মহিলা উন্নয়ন সংস্থা ও তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা যৌথ উদ্যোগে ফুলতলা উপজেলা অডিটরিয়ামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ ও উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রীনা মজুমদার। অনুষ্ঠানে আয়োজনকারী সংস্থার নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করে প্রধান অতিথি সুচি রানী সাহা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়