১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বটিয়াঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু

বটিয়াঘাটা সংবাদদাতা
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে চলন্ত অ্যাম্বুলেন্সের ধাক্কায় ওবায়দুল হাওলাদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল হাটবাটী এলাকার বাসিন্দা কবির হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে খুলনা শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। গেটের সামনে পৌঁছালে রানা হোটেলের দিক থেকে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ওবায়দুল অ্যাম্বুলেন্সের সঙ্গে জোরে ধাক্কা খায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়