প্রতিদিনের ডেস্ক
বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় বুধবার(৩ ডিসেম্বর) পর্যন্ত ৪৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৫৬ জন। ঘূর্ণিঝড় পরবর্তী এ বন্যায় সাড়ে চার লাখ পরিবার বিপদগ্রস্ত হয়েছে।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ দুর্যোগে ২৫ জেলায় ১৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে শ্রীলঙ্কার ক্যান্ডি জেলায়। এ জেলায় ১১৮ জন মারা গেছে এবং ১৭১ জন ১৭১ নিখোঁজ রয়েছে। এছাড়া নুয়ারা এলিয়াতে ৮৯, বাদুল্লায় ৮৩,কুরুনেগালায় ৫৩, কেগালে ২৯, পুত্তালামে ২৯, মাতালে ২৮, গাম্পাহাতে ১১, অনুরাধাপুরে ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় এখনো নেই বিদ্যুৎ কিংবা নিরাপদ পানি। কেলানি নদীর পানির স্তর দ্রুত বাড়তে থাকায় কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতি এখনও গুরুতর হওয়ায় উদ্ধারকাজে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
সূত্র: আদা-দিরানা/ দ্য গার্ডিয়ান

