১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিতর্ক ধামাচাপা দিতে যা বললেন টুইঙ্কল

প্রতিদিনের ডেস্ক
টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে কাজল ও টুইঙ্কলের শো। তবে মাঝেমাঝে এই শোতে দু’জনের নানা মন্তব্যকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এর মধ্যে সম্প্রতি এই শোয়ে টুইঙ্কল ও কাজলের এক মন্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।অক্টোবর মাসে সম্প্রচার হওয়া একটি পর্বে ‘স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোট ভুল বলে সেসব এড়ানো যায়,’ স্বামীদের ‘পরকীয়া’ নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করেন টুইঙ্কল। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার বিতর্ক ধামাচাপা দিতে মুখ খুললেন টুইঙ্কল।
টুইঙ্কল বলেন, ‘এটা এমন কোনো গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি একবিবাহ বা একজন সঙ্গীকে নিয়েই সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।’
বিতর্ক এখানেই শেষ নয়, আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকাদের প্রশ্ন তোলা হয়, ‘মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো, কোনটা বড় অপরাধ?’ তাদের এই মন্তব্যে নিয়ে শুরু হয়েছিল তোলপাড়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়