নিজস্ব প্রতিবেদক
যশোরে জমিজমা ও ব্যক্তিগত বিরোধের জেরে পৃথক দুই ঘটনায় দুইজন আহত হয়েছেন। দু’জনই বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বুধবার (৩ ডিসেম্বর)সদর ইছালি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে প্রথম ঘটনা ঘটে।আহত জিয়াউরুল ইসলাম (৪০),ইছালি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,জায়গা–জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের তাজুর ছেলে তামিম অভিযোগ অনুযায়ী দুপুরে জিয়াউরুলের বসতবাড়িতে ঢুকে ছুরি দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। আহতের স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরের বলরামপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে জিসান(১৮) ব্যক্তিগত সম্পর্কের জেরে পরিকল্পিত হামলার শিকার হন।মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে সাহেব আলীর মেয়ে উর্মিকে দেখানোর কথা বলে ডেকে নেয়া হয় জিসানকে। সেখানে যাওয়ার পর সাহেব আলীর ছেলে ইমন (২২),সুজন (২৮)দু’জনেই অজ্ঞাত ৮–১০ জন তাকে লাঠি–সোটায় মারধর করে। একপর্যায়ে দা দিয়ে কোপানোর চেষ্টা করলে জিসান দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। উভয় ঘটনার ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

