প্রতিদিনের ডেস্ক:
আরও কমেছে ভারতের রুপির দাম। দীর্ঘদিন ধরে ৮৮.৮০-এর গুরুত্বপূর্ণ সহায়ক স্তরে থাকার পর রুপির দ্রুত পতন শুরু হয়। বর্তমানে ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে রুপির দাম। গতকাল বুধবার রুপির দাম ৯০-এর মনস্তাত্ত্বিক বাধাও ভেঙে দেয়। বৃহস্পতিবার রুপি আরও দুর্বল হয়েছে। বর্তমানে ১ ডলারের বিপরীতে রুপির বিনিময় হার ৯০.৪২।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আর্থিক বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের জেরে বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর আরও রেকর্ড নিম্ন স্তরে নেমে এসেছে। এ নিয়ে টানা তিন দিনের মতো রুপির পতন ঘটল।এদিন লেনদেনের শুরু থেকেই রুপির দুর্বলতা দেখা যায় এবং দিনের শেষে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ২৩ পয়সা কমে গিয়ে এক নতুন সর্বকালীন নিম্নস্তরে পৌঁছানোর রেকর্ড গড়ে। এক মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন দাঁড়িয়েছে **৯০.৪২ রুপি**।রুপির এই লাগামহীন অবমূল্যায়ন ঠেকাতে বাজারে হস্তক্ষেপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী, অভ্যন্তরীণ মুদ্রার অবচয় নিয়ন্ত্রণে রাখতে আরবিআই বাজার থেকে ডলার বিক্রি করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই প্রচেষ্টা সত্ত্বেও বাজার থেকে পুঁজি প্রত্যাহার এবং শক্তিশালী ডলারের চাপে রুপির পতন থামানো যায়নি।বাজার বিশেষজ্ঞদের মতে, এই লাগাতার দরপতন দেশের অর্থনীতিতে এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। সরকারের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাখছে গোটা দেশ।

