১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

১০ ও ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাতে সময় চেয়েছে ইসি

প্রতিদিনের ডেস্ক:
আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে সময় চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।ইসি সচিব বলেন, তফ‌সিল ও গণ‌ভোট নি‌য়ে আলোচনা কর‌তে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চি‌ঠি পাঠানো হয়েছে। আরপিওর একটা অ্যামেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট কাউন্টিং পদ্ধতিটা কি হবে। কোন কোন ব্যালট বাদ যাবে এবং কি পদ্ধতিতে কাউন্ট করা হবে, সেটার ওপর একটা অ্যামেন্ডমেন্ট ছিল, উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।তিনি আরও বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে যে দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুই দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়, কোনো আপত্তি আছে কি না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়