২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফেরা হবে না কোনোদিন

আহনাফ আবদুল কাদির
আমার আর ফেরা হবে না
প্রিয় ফুলের কাছে,
সুরেলা পাখির কাছে,
নদী কিংবা সমুদ্রের কাছে।
ফেরা হবে না আর—
সময়ে কিংবা অসময়ে,
হারানো নামের কাছে।
তবু গভীর রাত নামবে,
প্রগাঢ় অন্ধকারের পর
তিরতির আলো ফুটবে—
ফজর হবে পৃথিবীর;
আমার হবে না ফেরা আর।
প্রতিনিয়ত সূর্য উঠবে,
পাখি ফিরে যাবে আপন নীড়ে—
তবু ফেরা হবে না আর আমার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়