প্রতিদিনের ডেস্ক॥
ইতিহাসের সবচেয়ে ধূসর হয়ে যাওয়া, কালের ধুলো জমা পাতাগুলো প্রতিনিয়ত আমাদের জীবনে পথ চলতে শেখায়। একদা মানুষ যখন আত্মরক্ষার জন্য গুহাবাসী ছিলো, তখন থেকেই সে শিখতে শুরু করেছে তার ভাব প্রকাশের নানা কলা-কৌশল। প্রথম যুগের মানুষের এই উপায়গুলোর একটি ছিল চিত্রকলা। তারপর দিন যত এগিয়েছে, চিত্রকলা বা শিল্প হয়ে উঠেছে মনোরঞ্জনের এক মাধ্যম। আসলে কি তাই? ছবি শুধুই কি আমাদের মনোরঞ্জনের একটি উপায় মাত্র? একজন চিত্রশিল্পী যখন ছবি আঁকতে শুরু করে, তার মনের মধ্যে কি কোনো ভাবনা বা একান্ত নিজস্ব কোনো ব্যর্থ প্রেম বা আবেগ কাজ করে না? পৃথিবীর সব বড় বড় চিত্রশিল্পীর যেসব চিত্রকলা তাদেরকে স্মরণীয় করে রেখেছে, তার পেছনের ইতিহাস খুবই রোমাঞ্চকর। আজ এমনি কয়েকটি সর্বকালের বিখ্যাত ছবির নেপথ্যে থাকা আকর্ষণীয় সব গল্প জানার চেষ্টা করব।

