১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শালিখায় ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে মাগুরার শালিখা উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়। বৃশালিখা উপজেলার আড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় নানা অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। অভিযানে পাইকারি ও খুচরা পর্যায়ে মাছ-মাংস, তেল, ছোলা, সবজি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মেয়াদ, শিশু খাদ্যের ক্রয় বিক্রয় তালিকা যাচাই করেন তারা। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, বিভিন্ন খাদ্যদ্রব্য অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রয়ের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম যেন বৃদ্ধি না করা হয় এ বিষয়ে সতর্ক করে বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো.আলমগীর হোসেনসহ জেলা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পবিত্র মাহে রমজানকে ঘিরে অবৈধ মজুত ও অতি মুনাফা রোধ করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়