প্রতিদিনের ডেস্ক
ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই মানে বাড়তি উত্তেজনা। এই দুই দলের ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে থাকে বাড়তি উচ্ছ্বাস। তবে ক্রিকেটে সেইসবের বালাই নেই। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে দিয়েছে ব্রাজিল। সোমবার বুয়েনস এইরেসে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাজিল নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৯ রান। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট হন আর্জেন্টাইন নারী দল। সর্বোচ্চ ১০ রান করেন আর্জেন্টিনার ওপেনার মালেনা লোয়ো। এছাড়া আর কেউ দুই অংকে যেতে পারেননি। ব্রাজিলের নিকোল মন্তেইরো ৪ ওভারে ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। প্রসঙ্গত, স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। আগামী ১৭ মার্চ ফের দুই দল মুখোমুখি হবে। এই গ্রুপে এগিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র।

