১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মোবাইলে গেম খেলতে নিষেধ করায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মোবাইলে গেম খেলতে নিষেধ করায় ছেলের ছুরিকাঘাতে বাবা (৫৩) নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জেলার পৌর এলাকার পলাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা ও ইতালি প্রবাসী ছিলেন। এ ঘটনায় তার ছেলেকে (১৭) আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুজ্জামান খালেদুর রহমান জানান, নিহত ব্যক্তি ছেলেকে মোবাইল গেম খেলতে নিষেধ করে ফোন কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ছেলে তাকে নামাজের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েত বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়