১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জানালার পাশে জেগে জেগে এবং অন্যান্য

আবু আফজাল সালেহ
জানালার পাশে জেগে জেগে
লজ্জায় লাল গালে
এক থোক বাবলাকাঠের চুল
যেমন জ্যোৎস্না ভেসে ওঠে গভীর অরণ্যে
নরম বালিশে নিশাচর ঘুম
নীরবতা কাটিয়ে ভোর
চুমু দেয় শিশিরে স্বর্ণালি ছবি

****
বন্ধন
আজ তেরোবার তোমার হাসি মুছে দিয়েছি
ইনবক্স থেকে তোমার চুমুর ছাপও
মুছেছি দশবার।
এখন আমার তালুতে
তোমার তালুর উষ্ণতা খুঁজি…

****
মহামান্বিত রাত
চাঁদ ভেসে ওঠে রেশমির তরঙ্গে
একদল নিঃশ্বাসহীন তারার সঙ্গে…
দৃষ্টিজুড়ে ভালো লাগার উন্মত্ততা
আমি একা, অনেক দূরে আছে কেউ কেউ
রুপালি স্রোত বহুদূর পর্যন্ত…
পাপড় ওড়ে জোনাকির সঙ্গে
নিঃশব্দে ভেঙে যাচ্ছে হৃদয়…

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়