খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি’র পদত্যাগের এক দফা দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মিছিলটি দুর্বার বাংলার সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। মিছিলে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। মশাল মিছিল শেষে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা জানতে পেরেছি আগামীকাল ১৮ এপ্রিল ভিসি পরিষদের মিটিং আছে। আমরা সকল ভার্সিটির সম্মানিত ভিসি মহাদয়দেরকে উক্ত মিটিং বর্জন করার অনুরোধ করছি। যেই ভিসির হাতে আমাদের রক্ত লেগে আছে, যেই ভিসি আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, যেই ভিসির তত্ত্বাবধানে মামলা ও বহিস্কার করা হয়েছে, সেই ভিসির অধীনে যেকোনো ধরনের মিটিং এ যাওয়া আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর পাড়া দিয়ে যাওয়ার শামিল।

