উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মুসলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী গাজিরগঞ্জ বাজারের পাশে ওই গৃহবধুর শশুরবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিমা খাতুন ওই গ্রামের বেকারী শ্রমিক শহিদুল ইসলামের স্ত্রী এবং এক সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো এদিন সকালে প্রয়োজনীয় কাজের জন্য বাড়ির টিউবওয়েলে যায়। ওই টিউবওয়েলে লাগানো মোটরে বিদ্যুৎ লাইনে শক করে মুসলিমা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

