১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ার বুনোপাড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রুবেল হোসেন শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। আটক রুবেল ওই এলাকার মোস্তফা শেখের ছেলে। এ সময় মনিরুল ইসলাম (২৮) নামের এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। তিনি একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনিরুল ছাদ বেয়ে পালিয়ে যান। তার ফেলে যাওয়া ব্যাগ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে রুবেল হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার কাছ থেকে থাকা ব্যাগে আরও আধা কেজি গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। এ ঘটনায় দুইজনকে আসামি করে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়