প্রতিদিনের ডেস্ক॥
ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি নিজের ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দেন। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ওপেনার বলেন, ম্যাচ বা টুর্নামেন্ট জেতা তার কাছে অনেক বড়, নিজের রান সংখ্যা নয়। রোহিত বলেন, ‘৬০০, ৭০০, ৮০০ রান করেও কোনও লাভ নেই, যদি দল ম্যাচ বা ট্রফি না জেতে। আমি এটা ২০১৯ বিশ্বকাপে শিখেছি। ৫০০ বা ৬০০ রান দিয়ে কী হবে যদি দল ফাইনালে না যেতে পারে বা জয় না পায়।’ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রোহিত পাঁচটি সেঞ্চুরি করেছিলেন, যা এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। সেই বিশ্বকাপে তিনি মোট ৬৪৮ রান করেন ৯ ম্যাচে, গড় ছিল ৮১ ও স্ট্রাইক রেট ৯৮.৩৩। তিনি আরও একটি হাফ সেঞ্চুরিও করেছিলেন। কিন্তু সেই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। রোহিত বলেন, ‘আমার পারফর্ম্যান্স ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু দলের কাজে লাগেনি। আমি বলছি না আমার ২০-৩০ রানেই দল জিতে যাচ্ছে। আমি চেষ্টা করি কীভাবে এমনভাবে অবদান রাখতে পারি যাতে সেটা দলের কাজে লাগে। মুম্বাই ইন্ডিয়ান্স যখন টুর্নামেন্ট জিতেছে, তখন আমাদের দল থেকে কেউই অরেঞ্জ ক্যাপ পায়নি। এর পেছনে কোনও কারণ নিশ্চয়ই আছে।’ এবারের আইপিএলে সবশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়ে চলে এসেছে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে। দুইয়ে থাকা বেঙ্গালুরু অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। তবে রোহিত শর্মা যতই ব্যক্তিগত অর্জনকে ছোট করে দেখতে চান না কেন, দলের খেলোয়াড়রা ঠিকই আছেন সেরা ব্যাটার আর বোলার হওয়ার দৌড়ে। ব্যাটার সূর্যকুমার যাদব সবার আগে আছেন অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে, তার রান ১১ ইনিংসে ৪৭৫। আর বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট তুলে নিয়েছেন ১৬ উইকেট। শীর্ষ স্থান থেকে তিন উইকেটের দূরত্বে আছেন তিনি। তবে তাদের এমন পারফর্ম্যান্স শেষমেশ মুম্বাইকে চার মৌসুম পর শিরোপা জেতাতে পারলে তবেই ভরবে রোহিতের মন, সেটা তার কথাতেই স্পষ্ট।

