শৈলকুপা সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় আমিরুল ইসলাম নামের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার কুলচাড়া এলাকার সেচ খাল পাড়ের কয়েকটি দামি ইপিল ইপিলগাছ কেটে নিয়েছেন তিনি। অভিযুক্ত আমিরুল ইসলাম শৈলকুপার দুঃখী মাহমুদ কলেজের প্রভাষক পদে কর্মরত রয়েছেন। ওই এলাকার একাধিক বাসিন্দা বলেন, ‘গত দুয়েক মাস ধরে এই কলেজ শিক্ষক আমিরুল ওই এলাকার সেচ খালের সরকারি গাছ এভাবে কেটে নিচ্ছেন।’ অভিযোগের বিষয়ে কলেজ শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘আমার এক আত্মীয় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। তিনি আমাকে এগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। তাই গাছগুলো কাটা হচ্ছে।’ এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস কালের কণ্ঠকে বলেন, ‘সম্প্রতি অনেকেই সেচখালের গাছ কেটে নিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

