১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মোংলায় ধর্ষণ মামলায় যুবক আটক

এনামুল কবির, মোংলা
মোংলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দুই মাস ধরে দফায়-দফায় ধর্ষণ করা হয়েছে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে সফিকুল ইসলাম টিটু নামের ওই ধর্ষক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার ৩০ বছর বয়সের নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একাকি ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে দফায় দফায় ধর্ষন করেন। বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক যুবককে শুক্রবার বিকেলে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়