নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবিতে যশোরে জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) বিকেলে শহরের আরবপুর মোড়ে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। তিনি বলেন, ইসলামী শাসনই কল্যাণ রাষ্ট্রের একমাত্র পথ। দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হলে নীতি বদলাতে হবে। সভায় সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান বাবু এবং সঞ্চালনা করেন মো.আবু জামান টিপু। প্রধান বক্তা জেলা সভাপতি আব্দুল হালিম মিয়া বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদের ন্যায্য অধিকার। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ফিরিয়ে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর ইসলাম নুরুল ও জেলা সেক্রেটারি মো. আলী সরদার। বক্তারা বলেন, বিগত ৫৩ বছরে যারা রাষ্ট্র চালিয়েছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে প্রকৃত পরিবর্তনের। সমাবেশে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়। নেতারা আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

