নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন স্থানীয় আসাদুজ্জামান (৪৫)। মামলার অভিযোগে জানা যায়, পূর্বের একটি মামলার কারণে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ১৩ মে সন্ধ্যায় আসামিপক্ষ আসাদুজ্জামানের ভাইয়ের বাড়িতে হামলা চালায়। তাদের না পেয়ে ঘরবাড়ি, আসবাব ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে। এগিয়ে গেলে আসাদুজ্জামানের বোন মাহফুজা খাতুনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। চাচাতো ভাই আবুল বাশারকে ধাওয়া করে তার বাড়িতেও ভাঙচুর করা হয়। পরে বড় ভাই আব্দুর রব ও প্রতিবেশী পরশ হোসেন এলে এনায়েতপুর ব্রিজের কাছে আব্দুর রবকে কুপিয়ে জখম করা হয়। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরদিন আসাদুজ্জামান কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

