১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্টিত

সোহেল আহমেদ, কালীগঞ্জ
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণে এক সেমিনার করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্টিত সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। সমাজসেবা কার্ষালয়ের আয়োজনে দুপুরে ২য় পর্বের অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল কাদের। ১০ টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্টির ভূক্তভোগীদের নিয়ে জীবনমান উন্নয়নে দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়। সেমিনারের টেইনার হিসাবে পরামর্শ প্রদান করেন বাগেরহাট জেলার সহ-সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুস সাকিব। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্ষালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, গনমাধ্যমকর্মী জামির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসাইন আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুনসহ অন্যান্যরা। এ সেমিনারে প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কামার-কুমার-নাপিত-জেলে ও হস্তশিল্প কারিগরসহ ১০ টি জনগোষ্টির প্রায় অর্ধশত মানুষ অংশ নেয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়