১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের শ্যামনগর প্রেসক্লাব পরিদর্শন

উৎপল মণ্ডল, শ্যামনগর
বাংলাদেশে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন। সাতক্ষীরা সফরের অংশ হিসেবে শুক্রবার বিকাল তিনটায় তিনি উপজেলা প্রেস ক্লাবে পৌছান। এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ তার সাথে ছিলেন। প্রায় ঘন্টাব্যাপী অবস্থানকালে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম স্থানীয় গনমাধ্যম কর্মীদের বক্তব্য শোনেন। প্রেস ক্লাব সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আব্দুল হাকিম বলেন, রাতদিনের পার্থক্য ভুলে উপকূলের সাংবাদিকরা কাজ করে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তারা পবিত্র দায়িত্ব থেকে এতটুকু বিচ্যুত হয় না। দুর্যোগকালীন সময়ে তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। বহুবাধা বিভক্ত হলেও গুরুত্বপূর্ণ সময়ে তাদের ঐক্য অন্যের জন্য অনুকরনীয়। উপকূলীয় জনপদে কর্মরত সাংবাদিকদের একতা ভাল বার্তা দেয়- উল্লেখ করে তিনি আরও বলেন, সব কাজে অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য ঐক্যের বিকল্প নেই। বিভক্ত হলে দেশ ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রা বাধাগ্রস্থ হবে। এসময় তিনি উপকূলীয় জনপদে কর্মরত সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষনের ব্যবস্থা করারও আশ্বাস দেন। এর আগে বিকাল তিনটায় সড়কপথে তিনি প্রেসক্লাবে পৌছালে এ কে এম আব্দুল হাকিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার হাতে শুভেচ্চা স্মারক উঠিয়ে দেয়া হয়। প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত উক্ত সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিকআব্দুল হালিম, সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক গাজী আল ইমরান, সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক হুসাইন বিন আফতাব প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শেখ আফজালুর রহমান। বক্তারা উপকূলীয় অঞ্চলের সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, সংবাদ সংগ্রহের প্রতিবন্ধকতা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের বিষয়গুলো তুলে ধরেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়