প্রতিদিনের ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তবে আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না তার দল, কারণ তারা টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবুও, টুর্নামেন্টে রোনালদোর খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি এক লাইভস্ট্রিমে তিনি ইঙ্গিত দেন, রোনালদো অন্য কোনো ক্লাবের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
শুধু তাই নয়, ইনফান্তিনো জানান, রোনালদো ও মেসিকে একসঙ্গে একই ক্লাবে খেলতে দেখতে চান তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো হয়তো কোনো একটি দলের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতেও পারেন, আলোচনা চলছে।’ যখন স্পিড আরো জানতে চাইলেন যে রোনালদো টুর্নামেন্টে অংশ নেবেন কিনা, ইনফান্তিনো উত্তর দেন, ‘কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে, তাই যদি কোনো ক্লাব এটি দেখে এবং ক্লাব বিশ্বকাপের জন্য রোনালদোকে নিতে আগ্রহী হয়… কে জানে, কে জানে।’ রোনালদোর আল নাসর ক্লাব বিশ্বকাপে অংশ নিতে না পারলেও মেসির ইন্টার মায়ামি স্বাগতিক কোটায় টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে। ২০২৪ সালে তারা সাপোটার্স শিল্ডও জিতেছে। লাইভস্ট্রিমে স্পিড ইনফান্তিনোকে সেই চিরচেনা প্রশ্নটিও করেন, ‘মেসি না রোনালদো?’ উত্তরে ইনফান্তিনো বলেন, ‘দুইজনই অসাধারণ খেলোয়াড়। আপনি যদি পর্তুগিজ হন, তাহলে রোনালদো। যদি আর্জেন্টাইন হন, তাহলে মেসি। তবে আমি চাই দুজন একসঙ্গে খেলুক। কল্পনা করুন তো, যদি মেসি ও রোনালদো একই দলে খেলত—সেটা কী অসাধারণ হতো না?’ উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন সংস্করণে প্রথমবারের মতো ২০টি দেশের ৩২টি ক্লাব অংশ নিচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে। এই টুর্নামেন্ট উপলক্ষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো ঘোষণা করেছে, যা চলবে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যেই অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন খেলোয়াড় সই করাতে পারবে, যার মাধ্যমে বড় তারকাদের দলবদলের সুযোগ তৈরি হতে পারে—এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাও অন্য ক্লাবের হয়ে টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে পারেন।

