১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনীতে জন সচেতনামূলক সভা

কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার ভোট ও ভূমি ব্যবস্থাপনা অটোমোশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর তৃতীয় দিনে জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সৈয়দ মাহমুদুর রহমান সরকারি কালিগঞ্জ পাইলট মাঠের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম। ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ,সুধীর কৃষ্ণ,মোঃ আব্দুর রহমান,মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা, ই-নামজারি, অনলাইনে খাজনা প্রদানসহ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সভায় তারা ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।উল্লেখ্য, ভূমি মেলা ২০২৫-এর তৃতীয় দিনে জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। ভূমি মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়েরা হলেন সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী প্রায়ন্তী ঘোষ, রেদওয়ান সিদ্দিক, শেখ লাবিব হাসান, আনিসা খান মিষ্টি, ফাইকা ফারমিন আবিহা ,সুরাইয়া ইয়াসিন ,মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মারুফুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র শাওন ও রোকেয়া মনসুর মহিলা কলেজের ছাত্রী নুসরাত জাহান মায়া, অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাধারণ নাগরিক ভূমি সেবা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়