১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরের জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উদ্যোগে মডেল মসজিদ অডিটোরিয়ামে সোমবার সকালে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কোরবানীর চামড়া সংরক্ষণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলার জন্য বিনামূল্যে লবন বরাদ্দ দিয়েছে। প্রত্যেক উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। মাদ্রাসার তালিকা অনুযায়ী লবন বিনামূল্যে দেয়া হবে। যতটুকু লবন প্রয়োজন তা দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) নূরে আলম সিদ্দিকী। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, বিসিকের উপমহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজিবুল আলমসহ জেলার ১২০ জন ইমাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাসুম বিল্লাহ। আলোচনা শেষে সদর উপজেলার ১৬৮টি মাদ্রাসায় ১০৮দশমিক ৮টন লবন বিনামূল্যে দেয়া হয়েছে। এরপর একই স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়