১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভুয়া মেজর সেজে চিকিৎসককে ধর্ষণ, যশোরে গ্রেফতার বেনজির

নিজস্ব প্রতিবেদক
নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দিয়ে এক নারী চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, পর্নোগ্রাফি তৈরি ও ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেনজির হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (৩ জুন) ভোরে নড়াইল সদর উপজেলার মির্জাপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি পাসপোর্ট এবং চারটি চেকের পাতা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী একজন পেশাদার চিকিৎসক। নিয়মিতভাবে রোগী দেখার সময় একপর্যায়ে চিকিৎসা নিতে এসে বেনজির হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দেন এবং ক্যাডেট কলেজে পড়াশোনার কথাও জানান। এরপর নানা প্রলোভন ও বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে ওই চিকিৎসককে প্রেমের ফাঁদে ফেলেন। বাদীর অভিযোগে বলা হয়, এক পর্যায়ে আসামি তাকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং গোপনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাসায় গিয়ে জোরপূর্বক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগে আরও জানা যায়, বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৫০ লাখ টাকা হাতিয়ে নেন বেনজির। পরে বিয়ের জন্য চাপ দিলে টাকা ফেরত দিবেন না বলে সাফ জানিয়ে দেন। খোঁজখবর নিয়ে ভুক্তভোগী জানতে পারেন, বেনজির কোনো মেজর নন—তিনি একজন পেশাদার প্রতারক। অতীতে বিভিন্ন নারীর সঙ্গে একই কৌশলে প্রতারণা করেছেন তিনি। এই বিষয় জিজ্ঞেস করলে বেনজির সব স্বীকার করে এবং মুখ খুললে ভুক্তভোগীর শিশু সন্তানকে গুম করার হুমকি দেন। পাশাপাশি তার কাছে থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখান। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে বেনজিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেনজির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ একাধিক মামলা রয়েছে। আসামি মোঃ বেনজির হোসেন (৪১), নড়াইল জেলা সদরের মির্জাপুর পূর্বপাড়া গ্রামের পিতা মৃত জামির হোসেনের পুত্র। পুলিশ জানিয়েছে, বেনজির একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়