১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় পানিতে ডুবে কৃষক ও বিষপানে গৃহবধূর আত্মহত্যা

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। একটি ঘটনায় পুকুরে ডুবে এক কৃষক মারা গেছেন, অন্য ঘটনায় পারিবারিক কলহের জেরে বিষ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার (৩ জুন) সকালে সদর ইউনিয়নের মনমথপুর ও নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া দফাদারপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু হয়। পরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত আসাদ আলী ওরফে চুকু মুন্সি (৬৮) উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। পরিবার ও স্থানীয়রা জানান, আসাদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং তিনি মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ছেলে হান্নান হোসেন বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় বাবার মরদেহ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অপরদিকে, একইদিন সকালে উপজেলার সদর ইউনিয়নের মনমথপুর গ্রামে সুরাইয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূ বিষ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আরিফুল ইসলামের সঙ্গে সুরাইয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফুল তাকে মারধর করেন। এর জেরে মঙ্গলবার সকালে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘চাঁদপাড়া গ্রামের আসাদ আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মনমথপুর গ্রামের গৃহবধূ সুরাইয়ার মৃত্যু আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়