১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রত্যাশার ব্যথা এবং অন্যান

শফিক মুন্সি
প্রত্যাশার ব্যথা

অভিযোগ কেন করবো তার বিরুদ্ধে
যখন সব দোষ আমার আকাঙ্ক্ষার
দুজনের মাঝে এখন এক সমুদ্র দূরত্ব
বুকজুড়ে ব্যথা শুধু অতীত প্রত্যাশার।
****
হাত
আমাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সে অন্যের হাতে নিজের হাতকে সঁপে দিলো।

****
প্রেমের কয়েদি
জরিমানা সব দিতে রাজি সেই মোকদ্দমায়; আমাকে শুধু মুক্তি দাও স্মৃতির হাজত থেকে। প্রেমের কয়েদি করে যে আনলো জেলখানায়, তার স্মৃতি কেউ মুছে দিক বুকের বা’পাশ থেকে।

****
মৃত্যুর অপেক্ষা

না কোনো কিছু পাওয়ার আশা আছে; না হারানোর ভয়।
জীবন এখন নিষ্পলক চেয়ে আছে মৃত্যুর অপেক্ষায়।

****

ভালো হতো
ভালো তো এটা হতো যে, আমার আলমারি ভরে থাকতো তোর কাপড়ে, আয়নার সামনে তোর প্রসাধনী; ছাদ আর বারান্দায় মাঝে মাঝে শুকাতো তোর শাড়ি আর চুল। শুধু যদি শেষবারের মতো ক্ষমা করে দিতি আমার শেষ ভুল!

****

বারান্দা

এক শহরের এক গলি ছিল আমার নিঃশ্বাসের হাহাকার চিনতো,
এক দালানের এক বারান্দা ছিল আমার খুব বেশিই পরিচিত।

****
তোর নামে অভিযোগ
তোর নামে অভিযোগ এখন আমি কার কাছে দেবো;
সবাইকে তো বুঝিয়েছি তোর চেয়ে হয় না কেউ ভালো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়