প্রতিদিনের ডেস্ক॥
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একটি বিরল কীর্তি গড়ে ইতিহাসে নাম লেখালেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫১ রানে ৫ উইকেট নিয়ে তিনি এমন সম্মান অর্জন করেছেন, যা লর্ডসে ১৪১ বছরের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটল।
লর্ডসের ঐতিহ্য অনুযায়ী, কেউ যদি টেস্টে শতরান করেন বা ইনিংসে পাঁচ উইকেট নেন, তাহলে তার নাম ঐতিহাসিক অনার্স বোর্ডে সোনালি অক্ষরে খোদাই করা হয়। এই বোর্ড দুটি—একটি ঘরোয়া (হোম) ড্রেসিংরুমের জন্য, আরেকটি বিদেশি (অ্যাওয়ে) ড্রেসিংরুমের জন্য।
রাবাদা এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ রানে ৫ উইকেট নিয়ে তার নাম বিদেশি ড্রেসিংরুমের বোর্ডে লিখিয়েছিলেন। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে লর্ডসে ‘হোম’ দল হিসেবে বিবেচনা করায়, রাবাদার এই নতুন ৫১ রানে ৫ উইকেটের স্পেল তাকে ঘরোয়া ড্রেসিংরুমের বোর্ডেও জায়গা করে দিল।এই কীর্তিতে রাবাদা যোগ দিলেন কেবল একজন কিংবদন্তির পাশে —ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ।তিনি ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২১৪ অপরাজিত ও ১০৩ রানের ইনিংস খেলে বিদেশি ড্রেসিংরুমে নিজের নাম লেখান।আবার ১৯৮৭ সালে এমসিসির ( মেরিলিবোন ক্রিকেট ক্লাব) হয়ে খেলতে গিয়ে ১২২ রান করে ‘হোম’ বোর্ডেও নাম লেখান।
রীতি অনুসারে ম্যাচ চলাকালীন রাবাদার নাম হাতে লেখা একটি স্টিকি টেপে লিখে বোর্ডে লাগানো হয়েছে। শিগগিরই তা সোনালী অক্ষরে স্থায়ীভাবে খোদাই করা হবে। ২০১৮ সালে লর্ডসের বোর্ড সংস্কারের পর নিরপেক্ষ ম্যাচগুলোর জন্য আলাদা তালিকা না থাকায়, এই কীর্তি স্থায়ীভাবেই ইতিহাসে রয়ে যাবে।
রাবাদা নিজেও এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এবার ঘরোয়া ড্রেসিংরুমে নিজের নাম দেখতে পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি।’

