প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ছোট শহর টু রিভারসের বাসিন্দা টিম ফ্রিডে। সাপের বিষের বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে, গত দুই দশকে তিনি নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে ২০০ বারের বেশি সাপের কামড় এবং ৬৫০ বারের বেশি সাপের বিষ ইনজেকশন নিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। এই ব্যতিক্রমী অভিজ্ঞতার ভিত্তিতে বিজ্ঞানীরা এখন এমন এক নতুন ধরনের অ্যান্টিভেনম তৈরির আশাবাদী যা বহু প্রজাতির সাপের বিষের বিরুদ্ধেও কাজ করবে, একটি সম্ভাব্য ‘সার্বজনীন অ্যান্টিভেনম’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পরদিন, মানসিকভাবে ভেঙে পড়া ফ্রিডে নিজের বাসার বেইসমেন্টে যান এবং নিজেকে দুটি মারাত্মক বিষধর সাপের কামড় খাওয়ান। চারদিন পর তিনি কোমা থেকে জেগে ওঠেন। ৫৭ বছর বয়সি ফ্রিডে বলেন, আমি জানি সাপের কামড়ে মৃত্যুর অভিজ্ঞতা কেমন। তবে এই ভয়ানক অভিজ্ঞতা তাকে সাপ থেকে দূরে রাখেনি। বরং তিনি প্রতিজ্ঞা করেন আরও সতর্ক হবেন। ছোটবেলা থেকেই সাপের প্রতি টান ছিল তাঁর। পাঁচ বছর বয়সে একটি নিরীহ গার্টার সাপের কামড় থেকেই যাত্রা শুরু। এরপর লুকিয়ে ঘরে সাপ আনা, পিকল জারে রাখা, মা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করলেও তাঁর সাপ-ভালোবাসা থামেনি।

