১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে স্কুলছাত্র অপহরণ ও মারধরের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এমএম কলেজ গেট এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা এবং মারধরের ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আরও ৫-৬ জন পলাতক রয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পিতা জাহাঙ্গীর আহম্মাদ শাকিল (৬২) কোতয়ালী থানায় দায়ের করা অভিযোগে জানান, তাঁর ছেলে শাফিন আহম্মাদ আনমোল (১৫), যশোর শিক্ষা বোর্ড স্কুলের দশম শ্রেণির ছাত্র। গত ১৩ জুন ২০২৫, বিকেল ৬টা ৩০ মিনিটের দিকে এমএম কলেজ আসাদ গেটের সামনে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিল। এই সময় পূর্বপরিকল্পিতভাবে ৫-৬ জন সশস্ত্র যুবক চারটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাফিনকে ঘিরে ধরে। তারা শাফিনের কাছে ১০,০০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায় এবং শারীরিকভাবে আঘাত করে। একপর্যায়ে অপহরণের উদ্দেশ্যে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যেতে চাইলে শাফিন প্রাণ ভয়ে খড়কী এলাকার ‘আপনের মোড়ে’ চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসীর সহায়তায় দুইজন—জাহিন মির্জা (১৯) ও রাতিন (১৮)—কে ঘটনাস্থলে আটক করা হয়। বাকিরা মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় দুই যুবক ইব্রাহীম ভূইয়া ও অনিন্দ্য বিশ্বাস।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও আরও কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানতে পারেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শাফিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত। পলাতকদের মধ্যে রয়েছে মো. রোহান (২৩), মো. আশা (২৭), আশরাফুজ্জামান সাজিদ (২৩) সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা।থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ জানায়, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়