নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের প্রাণকেন্দ্র শহীদ সড়কের মাইকপট্টি এলাকার সিকদার টাওয়ারে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে ওই ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে দোলা মণ্ডল (১৯) নামের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্রীর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। দোলা মণ্ডল যশোর সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার দেবখালি গ্রামের দুবাইপ্রবাসী বিপ্লব মণ্ডলের কন্যা। তিনি তার বড় বোন অথৈ মণ্ডলের সঙ্গে সিকদার টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে অথৈ নিজ গ্রামে অবস্থান করছিলেন। এ সময় দোলা ছিলেন একা। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বর্মনপাড়ার মামাবাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাসায় ফিরেন দোলা। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার বিকেল থেকে ফোনে বহুবার চেষ্টা করেও বোনের সাড়া না পেয়ে উদ্বিগ্ন হন অথৈ। অবশেষে রাত ৯টার দিকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয় এবং তাদের মাধ্যমেই খবর যায় কোতোয়ালি থানা পুলিশের কাছে।
কোতোয়ালি থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে এবং বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দোলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পাশেই একটি কাঠের বাক্স ও চেয়ার পাওয়া গেছে, যা সে ফাঁস লাগাতে ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। ইনস্পেক্টর কাজী বাবুল জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও রহস্যের আবহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দোলা মণ্ডলের এমন মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার। পুলিশ জানায়, সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে। মরদেহটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে দোলার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

