১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ব্যবসায়ী ইস্রাফিলের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. ইস্রাফিল (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রোববার (২২ জুন) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ইস্রাফিল জেলার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মৃত ওসমান গনির ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামুড়হুদা উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। এ সময়ে একটি যানবাহন তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে দামুড়হুদা থানায় মামলা করে। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সরোয়ার বাবু বলেন, ‘আদালত আসামি ইস্রাফিলের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়