১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তোমাকে মনে পড়ে তখন

মাঈন উদ্দিন আহমেদ
তোমাকে মনে পড়ে, নিমি
যে কোনো সুরে যে কোনো গানে।
যখন শুনি—এলভিস প্রিসলি
বাট আই কান্ট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ।
যখন শুনি—কবীর সুমন
খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়।
যখন শুনি—টেইলর সুইফট
রোমিও, টেক মি সামহোয়্যার উই ক্যান বি অ্যালোন।
তোমাকে মনে পড়ে তখন।
তোমাকে মনে পড়ে, নিমি
যে কোনো সময় যে কোনো ঘটনায়।
যখন দেখি—একটা নদী
ঢেউ ভেঙে ধীরে ধীরে চলে যায় দূরে।
যখন দেখি—একটা ফুল
মধুকে পুঁজি করে ডাকে মৌমাছি।
যখন দেখি—একটা আকাশ
তার বুকে ধূসরিত মেঘেদের বন।
তোমাকে মনে পড়ে তখন।
তোমাকে মনে পড়ে, নিমি
যে কোনো কবিতায় যে কোনো ছন্দে।
যখন পড়ি—জীবনানন্দ
……মুখ তার শ্রাবস্তীর কারুকার্য;
যখন পড়ি—আল মাহমুদ
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দুটি।
যখন পড়ি—শামসুর রাহমান
কোথাও কেউ নেই, ত্রিলোকে আমি একা।
অথবা যখন নিজেকে পড়ি—
আদিম গুহার মতো গহীন আঁধারে ভরা একাকী এ রাত—
পাশ ফিরে শুয়ে দেখি ফুলের মতো ফোটে নাঈমা জান্নাত।
তোমাকে মনে পড়ে তখন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়