১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে ছাত্রদলের বৃক্ষরোপণ

ঝিনাইদহ প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার (২৫ জুন) ঝিনাইদহ (সিটি) কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদল সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন। এসময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ঝিনাইদহ (সিটি) কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসানুজ্জামান শিপন, সদস্য সচিব সাকিব হোসাইন, যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন এবং সাকিল হোসেন উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের উদ্যোগে জেলার কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। এ লক্ষ্যে জেলার ছয়টি উপজেলায় পৃথক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়