১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব ও মেলা শুরু

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরে ভৈরব নদের তীরে লাউপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ৪’শ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ টানেন হাজার হাজার নারী-পুরুষ-যুবা নির্বিশেষে স্বত:স্ফুর্ত ভক্ত ও অনুরাগীরা। দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষের পুরোনো এই উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মোহন লাল হালদার, সদস্য সচিব বাবলা হালদার বিপ্লব, মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদার, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার দে, সম্পাদক জয়দেব দাসসহ সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রাকে ঘিরে লাউপালায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় চারু-কারু, হস্তশিল্প, খেলনা, শিশুদের বিনোদন পণ্য, মনোহরী, মিষ্টান্নসহ নানা ধরনের পসরার স্টল বসেছে। চলছে বিকিকিনি। মেলা উপলক্ষে প্রশাসন ও পুলিশের নজরদারি লক্ষ্য করা গেছে। রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে যাত্রাপুর রথ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল সরদার বলেন, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। চার শত বছরের ঐতিহ্যবাহী এ রথযাত্র ব্যাপক উৎসাহ-উদ্দিপনায় পালিত হয়ে আসছে। ভক্তবৃন্দ ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই আনন্দের।’ ভক্ত কার্ত্তিক কুমার, সুধীর কুমার, অঞ্জলী রানী বলেন, রথযাত্রা আমাদের জীবনের অংশ। শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে রথ টানা, ভগবানের দর্শন সবই আত্মিক প্রশান্তি দেয়। প্রতিবছর পরিবারের সবাইকে নিয়ে আমরা অংশ গ্রহন করি।’ স্থানীয় গৃহবধূ সাবিত্রী রানী মন্ডল জানান, এই রথযাত্রা আমাদের কাছে উৎসবের মতো, একসঙ্গে আত্মীয় পরিজনের দেখা হয়, অনেকের সঙ্গে আবার নতুন বন্ধুত্ব হয়। মেলায় শিশুদের আনন্দ যেমন, তেমনি আমাদেরও কেনাকাটা ও পূজার অনুষ্টানে অংশ নেওয়ার সুযোগ থাকে। রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে আগামী ১২ জুলাই ‘উল্টো রথযাত্রার’ মধ্য দিয়ে। আয়োজকরা জানান, উৎসব জুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়