১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শামীম হাসান সুজন, শরণখোলা
বাগেরহাটের শরণখোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আয়োজনে অনুষ্ঠিত হয়। শরলখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপাজ উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন ডাক্তার আল মামুন জুয়েল, মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। অনুষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপাজ উদ্দিন বলেন, লাগসই প্রযুক্তির মাধ্যমে জাতিকে বিজ্ঞান মনস্ক করা, স্বনির্ভর অর্থনীতি, পরিবেশ সুরক্ষা ও স্থানীয় সম্পদ ব্যবহার করে পরিবেশের উপর নির্ভরতা কমানো, জৈব সার ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়