১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভয়ঙ্কর অভিজ্ঞতা ফাতিমার

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি বলিউড ক্যারিয়ার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ক্যারিয়ারের শুরুতে সকলেরই নানা ধরনের স্ট্রাগল থাকে। ব্যতিক্রম নন তিনিও। একটা সময় যখন তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, সহ-অভিনেতাকেও নাকি শিখিয়ে দেয়া হয়েছিল খুব বেশি গুরুত্ব না দিতে ফাতিমাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফাতিমা বলেন, শুটিং সেটে সহ-অভিনেতারা কতোটা সেকেন্ড ক্লাস লোকের মতো আচরণ করতো সেটা দেখেছি। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন স্বজনপ্রীতির ঘটনা ঘটে। বারবার ঘটেছে। আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি, ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি এবং সত্যি বলতে পার্থক্যটা অনুভব করেছি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফাতিমা এখন জুনিয়র বা চরিত্রাভিনেতাদের প্রতি সদয় এবং শ্রদ্ধাশীল। তার কথায়, এটা আমার দায়িত্ব। আমি চাই না যে, কেউ আমার মতো ঘটনার সম্মুখীন কখনো হোক। একটা সময় আমাকে সকলের সামনে ছোট মনে করা হয়েছে। তাই আমি অন্যদের সঙ্গেও একই ঘটনা ঘটুক- তা চাই না। মানুষের সঙ্গে খারাপ আচরণ করা খুব খারাপ। উল্লেখ্য, ‘ইশক’ এবং ‘চাচী-৪২০’ এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ফাতিমা। এরপর ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় দিয়ে সকলের নজরে এসেছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই ‘মেট্রো…ইন দিনো’ ছবিতে দেখা যাবে ফাতিমাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়