১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নির্বাচনের দায়িত্ব পালনের সময় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

প্রতিদিনের ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব পালনের উদ্দেশে দীঘিনালা উপজেলা যাওয়ার পথে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জুনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) আনুমানিক সকাল ১১টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের জামতলী সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির পেছনের কাচ ভাঙলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে। বর্তমানে এই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়