১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সোহেল আহমেদ, কালিগঞ্জ
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র একাংশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় কালীগঞ্জের শহীদ নুর আলী ডিগ্রী কলেজ মাঠে ফলের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায় মোঃ হামিদুল ইসলাম হামিদ। এ সময়ে উপস্থিত ছিলেন শহীদ নুরআলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ আর শফিক, সহসাংগঠনিক সামিউল নাঈমুর রহমান পিয়াস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হোসেন, হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাওন আহমেদ, তাজুল, কলেজ ছাত্রদলের বাপ্পি, শ্রমিক নেতা আক্তার হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক প্রভাষক কবির বিশ্বাস কলেজ শিক্ষক আব্দুর রহমানসহ শহীদ নুর আলী কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়