১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ কৃষককে কুপিয়ে হত্যা, আহত-২

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কৃষক জাহাঙ্গীর শেখ (৫৭)কে হত্যা করেছে। এ সময় জাহাঙ্গীরের ছেলেসহ আরও ২ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাহিরপাড়া গ্রামের আয়ুব হেসেনের ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের কওছার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যায়। খবর পেয়ে প্রতিপক্ষ কওছার শেখের নেতৃত্বে ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে কওছার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় তার ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়নকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবির শেখ নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়