প্রতিদিনের ডেস্ক
লিঙ্গসাম্যে বিশ্বাস করেন না কঙ্গনা রানাউত। তার মতে, সবাই সমান হতে পারেন না। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এমনকি এটাও জানিয়েছেন, তিনি রাজনীতি সেভাবে উপভোগ করছেন না। এই মন্তব্য নিয়ে বিতর্কও শুরু হয়েছে পদ্মশিবিরে। এবার লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করতেই শুরু হলো বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমতা নিয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন, আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মনে হয়, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। তাই এই সমাজে আমরা বোকাদের প্রজন্ম তৈরি করছি। কঙ্গনা তার বক্তব্যের পক্ষে যুক্তি সাজাতে কিছু উদাহরণ দিয়ে বলেন, আমি তো আমার মায়ের সমান নই। আমি আম্বানিজির সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার রয়েছে। সকলে ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি। এ ছাড়া তিনি আরও বলেন, একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সেই মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন মহিলা সমান নয়। একজন মহিলা ও একজন পুরুষ আবার সমান নয়। আবার একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নন। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা রয়েছে। আমরা সকলে আলাদা। সবাই নিজেদের সমান ভাবার জন্যই নাকি একটি বোকাদের প্রজন্ম তৈরি হচ্ছে, মনে করেন সাংসদ-অভিনেত্রী। আর তার এমন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়ায়ও।

