১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫

প্রতিদিনের ডেস্ক
চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানান,স্থানীয় সময় শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায়। সেখানে বৈদ্যুতিক বাইক রাখা ছিল। বিবিসি জানিয়েছে, ভবনটি নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত। স্থানীয় সময় শনিবার সকাল ৬টা নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে মাঝরাতে একটি আকাশচুম্বী ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়